ভোটাররা আরাম-আয়েশে থাকায় ভোট দিতে আসেনি : পরিকল্পনামন্ত্রী | Jagonews24.com

  • 3 years ago
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ খুব আরাম-আয়েশে বাসায় বসে খুরমা-পোলাও খাচ্ছে। এজন্য ভোটার উপস্থিতি কম।

তিনি বলেন, সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় বসে পোলাও খাচ্ছে। সরকারের ওপর আস্থা বেশি আছে বলেই আরামে খাচ্ছে তারা। সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/556382