হর্ন বাজিয়ে জরিমানা গুনলেন পরিবেশ মন্ত্রণালয়েরই গাড়ি চালক | Jagonews24.com

  • 3 years ago
যারা সচিবালয়ের চারপাশের সড়ককে হর্নমুক্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করল খোদ সেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গাড়ি চালককেই হর্ন বাজানোর জন্য জরিমানা গুনতে হলো।

মঙ্গলবার ‘নীরব এলাকা’ আব্দুল গণি রোডে রেল ভবনের বিপরীত পাশের সড়কে হর্ন বাজানো গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/548122