অবশেষে অনুশীলনে যোগ দিলেন সাকিব | Jagonews24.com

  • 3 years ago
নানা ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে ক্রিকেট ফিরেছে মাঠে। শুক্রবার থেকে ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। আজ শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় লিগও। ক্রিকেটারদের দাবি-দাওয়ার যে আন্দোলন ছিল, সেই দাবিগুলোর বাস্তবায়নও শুরু করেছে বিসিবি।

তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারত সফরের প্রস্তুতির শুরুর দিন হাজির হননি সাকিব আল হাসান। কোচিং স্টাফদের কাছে একে একে সব ক্রিকেটার এসে রিপোর্ট করার পর দেখা গেলো, সাকিবই আসেননি। সবার মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়, কেন সাকিব উপস্থিত নেই? কোচিং স্টাফরাও সঠিক জবাব দিতে পারছিলেন না।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/sports/cricket/535392

Recommended