বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন লিভার প্রতিস্থাপনের রোগী সিরাজুল ইসলাম ভালো আছেন। চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে চা পান করছেন। মাঝেমধ্যে শুনছেন পছন্দের গান। চিকিৎসকদের কাছে বায়না ধরে গতকাল (শুক্রবার) মোবাইল ফোনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ ক্রিকেট খেলাও দেখেছেন। নরমজাতীয় স্বাভাবিক সব খাবারই নিজের হাতে খেতে পারছেন। বেডে শুয়ে থাকতে ভালো না লাগলে মাঝেমধ্যে রুমে পায়চারী করছেন।
অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর লিভার প্রতিস্থাপনের নেতৃত্বদানকারী চিকিৎসক বিএসএমএমইউয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ও লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ড. জুলফিকার রহমান জানান, সার্বিকভাবে সিরাজুল ইসলাম ভালো আছেন।
বিস্তারিত পড়তে- https://www.jagonews24.com/health/news/511663
অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর লিভার প্রতিস্থাপনের নেতৃত্বদানকারী চিকিৎসক বিএসএমএমইউয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ও লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ড. জুলফিকার রহমান জানান, সার্বিকভাবে সিরাজুল ইসলাম ভালো আছেন।
বিস্তারিত পড়তে- https://www.jagonews24.com/health/news/511663
Category
🗞
News