চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির ভেতরের পরিস্থিতি নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এক যাত্রী।
ইভা নামের ওই যাত্রী ফ্লাইট থেকে নিরাপদে নেমে ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি। তখন সবাই ছোটাছুটি শুরু করে। প্লেনটিও উঁচু-নিচু করছিল। যাত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে, দোয়া-দরুদ পড়ে।’
News details- https://bit.ly/2BRUF7C
ইভা নামের ওই যাত্রী ফ্লাইট থেকে নিরাপদে নেমে ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি। তখন সবাই ছোটাছুটি শুরু করে। প্লেনটিও উঁচু-নিচু করছিল। যাত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে, দোয়া-দরুদ পড়ে।’
News details- https://bit.ly/2BRUF7C
Category
🗞
News