Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/15/2021
চার‌দি‌কে ঘুটঘু‌টে অন্ধকার। রাজধানীর পুরান ঢাকার চকবাজার চু‌ড়িহাট্টা বড় মস‌জিদসংলগ্ন রাস্তায় হাজারও মানু‌ষের আর্তচিৎকার। সবার কণ্ঠে আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্ব‌নি। মানুষজন যেখা‌নে দ‌া‌ঁড়ি‌য়ে আছে সেখান থে‌কে বেশ খা‌নিকটা দূরে চোখ ঝলসা‌নো তীব্র আলো‌।

চু‌ড়িহাট্টার ওয়া‌হিদ ম্যানশন তখন আগু‌নে জ্বল‌ছে। ফায়ার সা‌র্ভি‌সের ৩৩টি ইউ‌নিট ও স্থানীয় জনগণ আগুন নেভা‌তে প্র‌াণপণ প্র‌চেষ্টা চালা‌চ্ছেন। লড়াই চল‌ছে আগুন আর মানু‌ষে। কে‌মিক্যাল গোডাউ‌নে লাগা আগুন কিছু‌তেই নিয়্ন্ত্র‌ণে আস‌ছে না। রাত ১টার দৃশ্য এ‌টি।

বিস্তারিত-https://bit.ly/2BKF6OZ

Category

🗞
News

Recommended