ধানের শীষ প্রতীক পেলেন যারা || jagonews24.com

  • 3 years ago
একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির যেসব প্রার্থী নির্বাচন করবেন তাদের নাম ঘোষণা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সোমবার দুপুর সোয়া ২টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন তিনি।

নাম ঘোষণা শুরুর আগে বিএনপি মহাসচিব বলেন, আমরা সিনিয়রদের আসনগুলো বাকি রেখে একটি আসনে একাধিক প্রার্থী রেখেছি যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন।


এ সময় তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনে ইসি ব্যর্থ বলেও জানান তিনি। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের জন্যও ইসিকে দায়ী করেন ফখরুল।

সেইসঙ্গে পটুয়াখালী-৩ আসনে সিইসির ভাগিনা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

বক্তব্যের পর মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলেন মির্জা ফখরুল। প্রথমে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালকুদার লালু...

Recommended