অতিরিক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যু || Jagonews24.com

  • 3 years ago
ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত মদ পান করায় তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কলেজপাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫), ভাটপাড়া গ্রামের বিমল মিত্রের ছেলে শুভঙ্কর ওরফে টিটো কর্মকার (৪৫), বলিদাপাড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫)।
অপরদিকে নিশ্চিন্তপুর গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাস (৩৮), একই গ্রামের অঘরচন্দ্র ছেলে নির্মল চন্দ্র ও কলেজপাড়ার মৃত বানচারামের ছেলে পিন্টু (৩০) চিকিৎসাধীন রয়েছেন।

মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন মুন্না। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্না।

Recommended