Skip to playerSkip to main contentSkip to footer
  • 4 years ago
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই আলোচনায় ছিল নিরাপত্তা ইস্যু। এ নিয়ে কম জল ঘোলাও হয়নি; কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অসংখ্য দর্শক ঢুকেছেন বিনা টিকিটে। আর তা হয়েছে নিরাপত্তাবাহিনীর চোখের সামনেই। আর এ নিয়ে কথা বলতে গেলে উল্টো সাংবাদিকদের হুমকি দেন তারা। এমনকি সংবাদ কভার করতে যাওয়ায় ওই সাংবাদিককে গালিগালাজ ও মারধোরও করেন নিরাপত্তাকর্মীরা।

অবৈধভাবে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জিটিভির প্রতিবেদক ও ক্যামেরাম্যান। এসময় পুলিশ হামলা চালায় জিটিভির ক্যামেরাম্যান ইউসূফ রায়হানের এবং রিপোর্টার জাওয়াদ নির্ঝরের উপর।

বুধবার ম্যাচ শুরুর ঘণ্টা খানেক পরই বিপুল পরিমাণ দর্শক গেটের সামনে ভিড় জমায়। পরবর্তীতে নিরাপত্তাবাহিনীর কিছুসংখ্যক সদস্য এবং পুলিশকে ম্যানেজ করে অনেকেই গ্যালারিতে ঢুকে পড়ে।

এ সময় জিটিভির এক সাংবাদিক এক দর্শককে পুলিশের সঙ্গে মধ্যস্ততা করার সময় ফলো করতে থাকেন। পরবর্তীতে ওই দর্শক বিনা টিকিটে ঢুকে পড়লে তার সঙ্গে কথা বলতে যান জিটিভির সাংবাদিক।

এ সময় ওই দর্শক বলেন, তিনি নাকি টিকিট ছিড়ে ফেলে দিয়েছেন। পরবর্তী সময় ওই দর্শক তার আরও কয়েকজন সহযোগীকে নিয়ে সাংবাদিকের উপর চড়াও হন। এমনকি তাকে (সাংবাদিককে) হুমকিও দেন তারা। ঘটনাটি ঘটেছে পুলিশের উপস্থিতিতেই। এমনকি তখন পুলিশও চড়াও হয় জিটিভির ক্যামেরাম্যানের উপর। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকি দিয়েছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

https://www.jagonews24.com/sports/news/145475

Category

🗞
News

Recommended