আল্লাহ তা'আলার সাথে সাক্ষাত, নবী রসূলগণদের সাথে সাক্ষাত, বিশিষ্ট ফেরেশতাদের সাথে সাক্ষাত আর সিদরাতুল মুন্তাহা দর্শনের পাশাপাশি রাসুল (সঃ) এর ইসরা ওয়াল মি'রাজের সময় ছোট ছোট অনেক নতুন অভিজ্ঞতা হয়।
এবং সব শেষে, মক্কায় ফিরে এসে এই ঘটনাগুলো সবাইকে জানানোর পালা। এমন আশ্চর্য সব ঘটনা শুনে মক্কাবাসীরা কেমন প্রতিক্রিয়া জানাবে? এবং এই পুরো অধ্যায় থেকে আমরা কী কী বিষয় নিয়ে ভাবতে পারি? এ সব কিছু নিয়েই এবারের পর্ব।
Be the first to comment