Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/22/2021
কয়লাপাচারকাণ্ডের তদন্তে সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বাড়ি যায় সিবিআই (CBI)। স্ত্রী ঋতুজা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দেয়। স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট করেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, \'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি \'শান্তিনিকেতন\'-এ সিবিআইয়ের ৫ আধিকারিক সেখানে পৌঁছয়। রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের জন্য তাঁকে নোটিস দেওয়া হয় সিবিআই শান্তিনিকেতনে পৌঁছতেই বাড়িতে কেউ নেই বলে জানানো হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে ১৬০ ধারায় নোটিস জারি করা হয়। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। তাঁর বিরুদ্ধে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ রয়েছে বলে খবর সিবিআই সূত্রে। কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে দাবি সিবিআইয় আধিকারিকদের। রুজিরা বাড়ি না থাকায় কোন সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে জিজ্ঞাসা করা হয়। মিনিট দশেক পর সেখান থেকে চলে যায় সিবিআই।

Category

🗞
News

Recommended