West Bengal | Indian Railway: \'রাজ্যে ঐতিহাসিক বরাদ্দ ভারতীয় রেলের ইতিহাসে\'

  • 3 years ago
চলতি বছরে রাজ্যে মেট্রো-সহ রেল পরিষেবায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। ৪ জানুয়ারি টুইট করে সমস্ত তথ্য তুলে ধরলেন রেলমন্ত্রী পীযূশ গোয়েল (Piyush Goyal)। রেলমন্ত্রী পীযূশ গোয়েল বলেন, \"পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ হয়েছে ভারতীয় রেলের (Indian Railway) ইতিহাসে। ২০২১-২২-র মধ্যে ৬,৬৩৬ কোটি টাকা খরচ হবে, যা গত বারের তুলনায় ২৬ শতাংশ বেশি।\" কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যেসমস্ত প্রকল্প চূড়ান্ত করা হয়েছে, সেই সমস্ত প্রকল্পের জন্য প্রয়োজন জমির। সমস্ত প্রকল্পের জন্য রাজ্য সরকারকে জমি তৈরি রাখার অনুরোধ করেন পীযূশ গোয়েল। তিনি আরও বলেন, \"সোনার বাংলা তৈরি হচ্ছে। জমির ব্যবস্থা এবং স্থানীয় সমস্যা সমাধান করলেই লক্ষ্য পূরণ সম্ভব আমাদের। রাজ্যে রেলপ্রকল্পের জন্য আর্থিক কোনও সমস্যা নেই।\" দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে বরাহনগর মেট্রো স্টেশনের নজরকাড়া ছবিও পোস্ট করেন রেলমন্ত্রী।

Recommended