Budget 2021: বৈপ্লবিক বাজেট নাকি অর্থের সমবন্টনে নজর দেন নির্মলা সীতারমণ; প্রত্যাশায় গোটা দেশ

  • 3 years ago
মাহেন্দ্রক্ষণ প্রায় সমাগাত। আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি বছরের আর্থিক বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। একে কোভিড কাঁটা তায় বেহাল অর্থনীতি, সঙ্গে জুড়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ক্ষমতায় টিকে থাকতে আর নতুন ক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে জনমোহিনী বাজেট পেশের চাপ রয়েছেন নির্মলা সীতারমণের উপরে। টানা নয় মাস বাজার বন্ধ থাকায়। অতি ধনীর আয় যেমন বেড়েছে। তেমনই দেশের বৃহৎ অংশের সাধারণ মানুষ বেরোজগারিতে ভুগছে। ছাটাই থেকে শুরু করে মাইনে কেটে নেওয়া বিবিভ কারমে মানুষের হাতে টাকা নেই। এই পরিস্থিতিতে রাজকোষ ভরাতে ব্যক্তিগত করের বোঝা বাড়িয়েই চলেছে কেন্দ্র। পেট্রোল, ডিজেলের মূল্য তো প্রতিদিন বাড়ছে। সঙ্গে জিএসটি। রান্না ঘরেও বিপর্যয়। হু হু করে বাড়ছে গ্যাসের দাম। একে চাকরি নেই, সঙ্গে জ্বালানি তেল ও গ্যাসের এই অবিরাম মৃল্যবৃদ্ধি সাধারণ ভারতীয়র জীবনে নাভিঃশ্বাস উঠেছে। যদিও এরমধ্যে সীতারমণ দাবি করেছেন যে তিনি বৈপ্লবিক বাজেট পেশ করতে চলেছেন। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন।

Recommended