Tripura Congress Chief Attacked: ত্রিপুরার প্রদেশ কংগ্রস সভাপতি আক্রান্ত, কাঠগড়ায় বিজেপি

  • 3 years ago
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি (Tripura Congress Chief) তথা বিশিষ্ট আইনজীবী পীযূষ বিশ্বাসের উপরে হামলা, কাঠগড়ায় বিজেপি (BJP) কর্মী-সমর্থকেরা। পীযূষ বিশ্বাসের উপর হামলার অভিযোগে প্রদেশ কংগ্রেস ত্রিপুরায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে আগরতলা থেকে বিশালগড় কংগ্রেস ভবনে যাচ্ছিলেন প্রদেশ সভাপতি পীযুষ বিশ্বাস। বিশালগড়ে কংগ্রেসের দলীয় অফিসে পুলিশের অনুমতি নিয়েই একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল প্রদেশ কংগ্রেসের তরফে। দলীয় অফিসে যাওয়ার পথেই মাঝরাস্তায় পীযূষ বিশ্বাসের (Pijush Kanti Biswas) গাড়ি ঘিরে ধরেন একদল দুষ্কৃতি, ইট দিয়ে চলে হামলা। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পীযূষ বিশ্বাস। পীযূষ বিশ্বাসের উপরে হামলার ঘটনায় আহত হয়েছেন একজন সাব ইনস্পেকটর-সহ তাঁর গাড়িচালক-সহ স্থানীয় ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুললেও গেরুয়া শিবির পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করছে। আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করে দ্রুত কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

Recommended