Swastika Mukherjee On Red Carpet: রেড কার্পেটে \'সাহসী\' স্বস্তিকা মুখার্জি

  • 3 years ago
রেড কার্পেটে স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)! তবে এজন্য বিদেশ বিভুঁইয়ে যান নি অভিনেত্রী। কলকাতায় নিজের বাড়িতেই \'রেড কার্পেট\' লুকে স্বস্তিকা। হালকা প্লিটের কাজের টুকটুকে লাল রঙের সিল্কের হাঁটু অবধি গাউনে সাহসী স্বস্তিকা। ২০২০ সালের শেষ একটি সাক্ষাৎকার অনলাইনে সম্পন্ন হয়, সেই কারণেই এত সেজেগুজে পোজ অভিনেত্রীর। স্বস্তিতার \'ব্ল্যাক উইডো\' ছবিটি জাতীয় স্তরে বেশ সাড়া ফেলেছে, সেই সংক্রান্ত একটি সাক্ষাতকারের জন্যই তৈরি হয়েছেন তিনি। সাক্ষাৎকারের জন্য বাড়িতেই রেড কার্পেটের মত লুকে তৈরি হয়েছেন তিনি। \"সাক্ষাৎকারের জন্য রেড কার্পেট লুকে রেডি হয়ে বসতে হল। বাড়িতেই রয়েছি। ২০২০ এ ভাবেই তোমার পাওনা ফিরিয়ে দিলাম আমি। চিয়ারস!\" স্বস্তিকা মুখার্জি লিখলেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে এই লুক নিয়ে একটি টুইটও করেন স্বস্তিকা মুখার্জি।