Bharat Bandh On December 8 By Farmers: ভারত বনধে কী খোলা থাকছে আর কী বন্ধ থাকছে?

  • 4 years ago
আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। এই ভারত বনধের (Bharat bandh) নেপথ্যে রয়েছে সাম্প্রতিক কালে গৃহীত তিন কৃষি আইন। মূলত এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ওই একই দাবিতেই আজ ভারতজুড়ে বনধ ডাকা হয়েছে। তবে, সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় কিষান সংগঠন।