Justin Trudeau Backs Farmers\' Protest in India: \'কৃষক আন্দোলন নিয়ে জাস্টিন ট্রডোর মন্তব্য অযাচিত\'

  • 3 years ago
Justin Trudeau Backs Farmers\' Protest in India In Bengali: কৃষি আন্দোলনের (Farmers Protest) সমর্থনে মুখ খুললেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো (Justin Trudeau)। তিনি বলেন, \"শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের অধিকার রক্ষার পাশে রয়েছে কানাডা।\" নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে গর্জে উঠেছেন কৃষকেরা। সেই সমর্থনেই সুর চরিয়ে কেন্দ্রকে আরও চাপে ফেলল কানাডা।

#JustinTrudeau #CanadaPMSupports #FarmersProtest #LatestLYBangla

Recommended