Farmers\' Continue \'Delhi Chalo\' March: পুলিশি বাধা এড়িয়ে দিল্লি সীমান্তে কৃষকেরা

  • 4 years ago
কৃষি আইন বাতিল-সহ কেন্দ্রের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে পঞ্জাব থেকে দিল্লির পথে কৃষকরা পা বাড়ান। \'বিদ্রোহী\' কৃষকদের থামাতে ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস-সবকিছুরই প্রস্তুতি রেখেছিল পুলিশ। প্রতিবাদী কৃষকদের \'দিল্লি চলো\' অভিযান রুখতে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য চেষ্টার কোনও কষুর করেনি। সব বাধা টপকে কেউ পায়ে হেঁটে আবার কেউ ট্র্যাক্টর চালিয়ে ৫০ হাজারপ কৃষক দিল্লি সীমান্তে এসে হাজির হন ২৬ নভেম্বর সন্ধেতে।
#FarmersProtest #DelhiChaloMarch #LatestLYBangla