International Emmy Awards 2020: সেরা ড্রামা সিরিজে আন্তর্জাতিক ময়দানে পুরষ্কৃত দিল্লি ক্রাইম

  • 4 years ago
International Emmy Awards 2020 Full List: ২৩ নভেম্বর ৪৮-তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিল্লি ক্রাইম ওয়েব সিরিজ পেল বেস্ট ড্রামার শিরোপা। ২০১২-র মর্মান্তিক নির্ভয়া কাণ্ড, যা নিয়ে শিউড়ে উঠেছিল গোটা দেশ; সেই ঘটনার উপর ভিত্তি করেই রিচি মেহতার পরিচালনায় তৈরি ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজটিতে অভিনয়ে রয়েছেন- শেফালি শাহ, রশিকা দুগাল, আদিল হুসেন, রাজেশ তাইলাং, বিনোদ শেরাওয়াত, ডেনজিল স্মিথ, গোপাল দত্ত, যশশ্বিনী দয়ামা এবং জয়া ভট্টাচার্য। নির্ভয়া কাণ্ডে ধর্ষিতা তরুণী এবং তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয় ওয়েব সিরিজটিতে। ছবিটির ঘটনাক্রম থেকে স্ক্রিপ্ট- এতটাই নিখুঁত; যা দেখে আপনি শিউড়ে উঠতে বাধ্য হবেন বারবার।

#DelhiCrime #InternationalEmmyAwards #LatestLYBangla

Recommended