Space Elevator হলো আধুনিক বিজ্ঞানের এক চমকপ্রদ আবিষ্কার যাতে করে অদূর ভবিষ্যতে মানুষ মহাকাশে অনায়াসেই পৌছতে পারবে কোনো ব্যয়বহুল মহাকাশ যান ছাড়াই। এটা সম্ভব হবে যদি পৃথিবীর সাথে একটা সরু , শক্ত, হালকা দরির মতো তার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে যুক্ত করে দেওয়া যায়। এই তার তৈরি করতে হবে কার্বন নানো টিউব থেকে যেটা হবে শক্ত আর হালকা।।
Comments