Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/23/2020
আজ মায়ের যাওয়ার পালা (Subho Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। আপনাকে বাংলা স্বাদের মিষ্টির (Sweet) শুভেচ্ছা। শব্দে ভিন্ন হলেও, দশমী বা বিজয়ার অর্থ কিন্তু এক। মা (Maa Durga) ফিরছেন ঘরে। মনখারাপ নিয়েও বিদায় জানাতে হবে গিরিনন্দিনীকে (Girinandini)। পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে।

#BijoyaDashami #DurgaPuja2020 #LatestLYBangla

Recommended