Cristiano Ronaldo Tests COVID-19 Positive: করোনা আক্রান্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

  • 4 years ago
করোনা আক্রান্ত ক্রিশ্চায়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেল্ফ-আইসোলেশনে রয়েছেন ফুটবলার। ৩৫ বছর বয়সী রোনাল্ডো UEFA নেশনস লিগে পর্তুগালের হয়ে খেলতে আন্তর্জাতিক সফরে বেরিয়েছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে গেলেন খেলোয়াড়। নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না সিআর সেভেন৷

#CristianoRonaldo #COVID19Positive #LatestLYBangla