Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/17/2020
Shubha Mahalaya Wishes In Bengali: কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই উপস্থিত মহালয়ার ভোর (Mahalaya Morning)। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Virendra Krishna Bhadra) গলায় সেই শাশ্বত পাঠ শোনার পরই বাঙালির ঘরে প্রবেশ করবে দুর্গা পুজো (Durga Puja)। মনের ভিতর ঘরে বেজে উঠবে আনন্দ ধ্বনি। ঘাটে ঘাটে শুরু হয়ে যাবে তর্পণ (Pitritarpan)। পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের। উমা (Uma) আসবেন ঘরে। মহালয়ার শুভ দিনে নিজের আত্মীয়, বন্ধু-বান্ধব সকলকে জানান শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।


#Mahalaya2020Wishes

#DurgaPuja2020

#LatestLYBangla

Recommended