Skip to playerSkip to main content
  • 5 years ago
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: দিনটা ২০২০ সালের ১৫ আগস্ট। মহামারী নিয়ে চিন্তিত সারা পৃথিবী তথা ভারতবর্ষ। ঠিক সন্ধ্যা ৭.২৯ মিনিটের পর ধোনির একটা টুইট। “এই সময় থেকে আমাকে প্রাক্তন হিসাবে ধরে নেবে”। কোটি কোটি মানুষের মনে ঘর করে থাকা মাহি ওরফে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলো। তাঁর এই ভাবে অবসর নেওয়া টাকে অনেকে ভালো সময় বলছে, আবার কেউ কেউ বলছে মাহির আরো খেলা বাকি ছিলো।
তাঁর ক্রিকেট জীবনের শুরুতে কিছুটা সময় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে কাটিয়ে গিয়েছিলেন। সালটা ২০০১। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর রেলের টিটিই চাকরির জন্য পরীক্ষা দেন। তাতে পাশ করেন মাহি। তারপর ৩ বছর টিটিইর চাকরি করেন খড়গপুরে। আর এই তিন বছরে খড়গপুরের মানুষজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। খড়গপুরের সাউথ ইস্টার্ন রেলের কোচ সুব্রত ব্যানার্জি ওরফে বাঘা বলেন “অবসরের ক্ষেত্রে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাহি। প্রথম থেকে ধোনি অনেক শৃঙ্খলাপরায়ণ, তাই তার সফলতা চরম জায়গায় পৌঁছেছিল। পরবর্তী জীবনে যাই করুক না কেনো, সবেই সফল হবে”। খড়গপুরে সুমন নাগ মাহির খেলার বন্ধু ছিলেন। সেই পিঙ্কুর গলায় এক কথা যে মাহি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

ধোনির খড়গপুরের স্মৃতি বিজড়িত শেরশাহ স্টেডিয়াম, খড়গপুর স্টেশন এবং ধোনির খড়গপুরের আপনজন আজও চায় একবার খড়গপুরে আসুন ধোনি। ধোনির প্রাক্তন কোচ সুব্রত ব্যানার্জি জানান, “ধোনি খড়গপুরে আসবে এমনটা জানিয়েছেন”। তাই ধোনির আগমনের অপেক্ষায় দিন গুনছে খড়গপুরবাসী।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended