Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/5/2020
শিক্ষক দিবস প্রতিবছর সাড়ম্বরে পালিত হয়। তবে মহামারীর কারণে এইবছর তা হচ্ছে না। বন্ধ রয়েছে স্কুল, প্রাইভেট টিউশনগুলিও। তবে কোথাও কোথাও তা পালিত হচ্ছে সতর্কতার সাথে।

শনিবার শিক্ষক দিবসে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেল পাণ্ডবেশ্বর নবগ্রাম এলাকায়। সাধারণত শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে। কিন্তু এখানে উদ্যোক্তা স্বয়ং স্কুলের প্রধান শিক্ষকই। স্থানীয় নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন অরুণ কুমার দাঁ। আজ শিক্ষক দিবসের দিন তিনি নিজে পায়ে হেঁটে পৌঁছে যান এলাকার ছাত্র-ছাত্রীদের বাড়ি। নিজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন খাতা, পেন্সিলসহ পড়াশুনোর সামগ্রী। বাড়িতে বসেই উপহার পেয়ে স্বভাবতই খুশি খুদে পড়ুয়ারা। শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও। এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে খোঁজ নেওয়া যে ছাত্রছাত্রীরা বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কিনা, এমনটাই জানালেন অরুণ বাবু। অভিভাবকরা ছেলেমেয়েদের পড়াশোনার উপর নজর রাখছে কিনা সেটাও দেখার উদ্দেশ্য ছিল। দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে। ফলে বাড়িতে নিয়মিত পড়াশোনা না করলে স্কুল ছুটের সম্ভাবনা বাড়তে পারে। তা আটকাতেই ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন মনে করেই তিনি এই উদ্যোগ নেন।

Category

🗞
News

Recommended