বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার লোকপুরের ফিভার ওয়ার্ডের সামনে এক রোগী অসুস্থ হয়ে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন অবশ্য মানবিকতার পরিচয় দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে এই অসুস্থ ব্যক্তির চিকিৎসার তদারকি করে। জানা যাচ্ছে এই ব্যক্তি শহরের আশ্রম পাড়া এলাকার বাসিন্দা। এবং হার্টের রোগী। সম্ভবত হাসপাতালে দেখাতে আসার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।
Be the first to comment