Skip to playerSkip to main content
  • 5 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুল থানার মুরকুম গ্রামে উষর মুক্তি প্রকল্পে একশ দিনের কাজে মাটি খোঁড়ার সময় মিলল প্লাস্টিকের ক্যান ভর্তি বিস্ফোরক। কাজে নিযুক্ত শ্রমিকরা এই ক্যান দেখতে পেয়ে সাথে,সাথে নোডাল অফিসারকে খবর দিলে সেখাম থেকে পুলিশকে ঘটনা জানানো হয়। সাথে,সাথে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থল ঘিরে দেয়। এবং সেখানে বোম স্কোয়াডের টিমো পৌঁছে তা নিষ্কিয় করবে বলে জানা গেছে। বিস্ফোরকের পাশাপাশি কিছু গুলিও আছে ওই ক্যানে বলে জানা গেছে। ঝাড়গ্রাম লাগোয়া বাঁকুড়ার বারিকুলের পূর্ণাপানি জঙ্গলের কাছে এই বিস্ফোরক উদ্ধার হয়। এই এলাকা এক সময় মাওবাদীদের ডেরা ছিল।মাওবাদীদের এক্সন স্কোয়াড মাটির তলায় এই বিস্ফোরক সেই সময় পুঁতে রেখেছিল বলে মনে করছে পুলিশ। এবং এই এলাকায় আরও বিস্ফোরক পোঁতা আছে কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ। এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended