তুরস্কের ঐতিহাসিক স্থাপনা 'হায়া সোফিয়া'কে মসজিদে রুপান্তরের সরকারি সিদ্ধান্তে, দেশটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।একপক্ষ উচ্ছাস জানালেও, অনেকেরই মত সবধর্মের কথা মাথায় রেখে স্থাপনাটিকে জাদুঘর রাখা উচিত ছিলো। বিশ্লেষকরা বলছেন, নিজের জনপ্রিয়তা বাড়াতেই 'হায়া সোফিয়া'কে মসজিদে রুপান্তরের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট এরদোগান।
Be the first to comment