বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে অরণী সাংস্কৃতিক সংসদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যানারা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত শতাধিক মাঠ কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
Be the first to comment