Skip to playerSkip to main content
  • 5 years ago
নিভৃতচারী শেফুলের কবিতাগুলোর অনুভূতি অন্যরকম, জীবনাকাংখার হাজারো অতৃপ্তি আর অবসাদ ফুটে উঠে তাঁর লেখনীতে, তার জীবনদর্শী এই কবিতাটির নাম #গোধুলিরঅশ্বারোহী, আবৃত্তি করলেন শায়েস্তাগঞ্জ বালিকা বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক দেবযানী ধর। চলুন আমরা মিস #দেবযানীর কন্ঠে শুনি জীবনের অপূর্ণতার ছন্দের আশ্চর্য বিষাদপূর্ণ এই কবিতাটি।


ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আরো কবিতা আবৃত্তির জন্য অনুপ্রেরণা দিলে বাধিত হবো।
-------------------------------------------------



গোধুলীর অশ্বারোহী।
-----নিভৃতচারী শেফুল


বুকের গভীরে মোরগফুলের মত গাঢ় লাল
একটা কষ্ট ফুটে আচমকা।
প্রাচীন তেষ্টা হয়ে একমুটো আনন্দের আঁকুতি নিয়ে
হাঁসফাঁস করে অচেনা ইচ্ছে মরু।

দূর পাহাড়ী হরিনীছড়া নদী তীর বেয়ে নেমে আসে
শহুরে মানুষের তীব্র ঝাঁঝালো ঘ্রান,
এলোকেশী পাগলীর মত
ছুঁড়ে দেয় অদৃশ্যের বাণ।

নির্বিকারের ডানা ছুঁয়ে বুড়ো ঈগলের স্নানের শব্দে
কোমল মাছেরা যেমন সমুদ্রের গভীরে পালায়,
তেমনি পালিয়ে যেতে ইচ্ছে করে দূরে কোথাও,
অন্য কোথাও, যেখানে তোমরা নেই,
কিম্বা কেউ নেই আর।

বনমোরগের ঝাঁক, আকাশের তারা, অদ্ভুত জীবনের সব ছবি
ছুঁড়ে ফেলে, নিজেকে তাড়িয়ে নিয়ে পা বাড়াতেই দেখি,
কেউ একজন হাসছে, অদ্ভুতভাবে কাকে যেনো ডাকছে।
মোরগফুলের মত লাল কষ্টটা গলে যায়।

খড়িকাঠের নৌকোয়, বিষন্ন সন্ধায়,
একা মাঝি বসে ডাকে

আয়! আয়! আয়!

Category

🏖
Travel
Be the first to comment
Add your comment

Recommended