This is an official music video song to fight against Coronavirus. The purpose of this video to motivate people around the world during this lockdown period.
Lyrics: বন্ধুরা কেমন আছিস? আশা রাখি ভালো থাকিস, ঘরবন্দি এ সময়, তোরাই বারবার আসিস | বিশ্বজুড়ে ভাইরাস ভীতি, বন্ধুতে অটুট প্রীতি, ভিডিও কল-এ নেই গতি, কবে হবে এর ইতি ? তবু আমরা থাকবো ঘরে, লড়বো সবাই একজোট হয়ে, মানুষ-মানুষের দ্বিধা-দ্বন্দ্ব, আজ তাদের দেখা বন্ধ.. রেখো না আর ভয়, মানুষ করবে জয় | রেখো না আর ভয়, মানুষ করবে জয় |
আবার সূর্য ওই পাহাড়ে, মেঘের রাজ্যের দখল নেবে, তারা গুলো একসাথে যে, ছায়াপথে আবার আসবে | গ্রামের মানুষ আসবে শহর, শহর মাখবে গাঁয়ের চাদর, আলোয় সাজবে মহানগর, হাসবে সবার নিজের শহর. রেখো না আর ভয়, মানুষ করবে জয় | और ना डरना, हम जीतेगा | Don’t be afraid, we will overcome. রেখো না আর ভয়, মানুষ করবে জয় | हम जीतेगा...... We will overcome...... মানুষ করবে জয় ......| --------------------------------- For Business Enquiry Contact: Sudipta Chakraborty Phone no:+91- 9903370019 (WhatsApp) Mail ID- chayapoth.band@gmail.com / iamsudipta.rocker@gmail.com -------------------------------- This content is Copyrighted to Chayapoth. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited for this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.