Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (১) জেলায় করোনা আক্রান্তর মোট সংখ্যা দুশোর দোর গোড়ায়। আজকের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ২০ জুন জেলায় নুতন আক্রান্ত হয়েছেন ৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯৭ জন। এর মধ্যে সেরে উঠেছেন ১৩৯ জন। এপর্যন্ত জেলায় একটিভ কোভিড রোগীর সংখ্যা ৫৮ জন। তার মধ্যে, নুতন নথিভুক্তের সংখ্যা ৩ জন। জেলায় করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোন ঘটনা নেই।
(২) মেঘলা আকাশে সুর্য গ্রহন দেখে মন ভরলোনা জেলাবাসীর। তবে জেলা জুড়ে সুর্য গ্রহণ দেখার উৎসাহের ঘাটতি ছিলনা। শহরে পাশাপাশি গ্রামে, গঞ্জেও চিত্রটা ছিল একই। জেলার কাঁকরডাঙ্গায় এদিন যুককদের গ্রহণ দেখার হিড়িক পড়ে যায়। তবে তাদের আক্ষেপ, আকাশ পরিস্কার না থাকায় এই মহাজাগতিক দৃশ্য ষোলোআনা চাক্ষুষ করা গেল না!
(৩) মদ খাওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে স্ত্রী ও ছেলের সাথে বেঁধে যায় তুমুল ঝগড়া। বঁটি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে তা ঠেকাতে যায় ছেলে। এই অবস্থায় তিন জনের ধস্তাধস্তিতে বঁটির কোপ গলায় লেগে মারা যান বিধান ঘোষ নামে এক ব্যক্তি। জেলার সোনামুখী থানার আড়ালকোলা গ্রামের ঘটনা। পুলিশ মৃতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে।
(৪) রাস্তা পারাপারের সময় পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক মাছ ব্যবসায়ীর। বাঁকুড়া-রাণীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি বাজারে ঘটে এই দূর্ঘটনা। জামগাড়ি গ্রাম থেকে আড়তে মাছ কিনতে এসেছিলেন ওই মাছ বিক্রেতা। পুলিশ ঘাতক ডাম্পার আটক করলেও চালক ও খালাসি পলাতক বলে জানা গেছে।
(৫) বাঁকুড়া জেলে মাদক কারবারের জাল কতটা বিস্তৃত। ধৃত ওয়ার্ডেনের কি আন্তরাজ্য মাদক চক্রের সাথে যোগ রয়েছে? কি ভাবে জেলায় পোঁছত হেরোইনের মতো মাদক দ্রব্য, তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ধৃত ওয়ার্ডেন দেবব্রত ভৌমিককে পুলিশ হেফাজতে চলছে ম্যারাথন জেরাও। পাশাপাশি, বাঁকুড়া জেলের গন্ডি ছাড়িয়ে এই মাদক জাল শহরেও ছড়িয়েছে কিনা? তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
(৬) আজ সাত সকালে দামোদরে মাছ ধরার সময় জালে আটকে যায় একটি পাইথন। জালে আটকে পড়া পাইথন দেখতে মেলা ভীড়ও জমে যায়। অবস্থা সামাল দিতে খবর দেওয়া হয় থানায়। থানা বন দপ্তরে ঘটনা জানালে সাথে,সাথে বন দপ্তর এসে ফুট সাতেক লম্বা এই পাইথনটিকে উদ্ধার করে। তার পর সাপটির প্রাথমিক চিকিৎসা সেরে, সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জেলার মেজিয়ার থানার পুরুনীয়া গ্রামের ঘটনা।
(৭) আজ বিশ্ব যোগা দিবসে যোগের মাধ্যমে রোগ মুক্তির বার্তা দিলেন জেলার দুই সাংসদ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আজ সকালে গঙ্গাজলঘাটিতে নিজেও যোগা অনুশীলনে অংশ নেন। পাশাপাশি, বাঁকুড়া বিজেপির পক্ষ থেকে শহরের একটি লজে ভার্চুয়াল যোগা প্রদর্শনের আয়োজন ছিল এদিন। বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার এদিন করোনা ঠেকাতে যোগ অভ্যাসের বার্তা দেন সকলকে।
(৮) সারা জেলায় পালিত হল বিশ্ব যোগা দিবস। বাঁকুড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ তাদের সংঘের সভা কক্ষে এদিন বিশ্ব যোগা দিবস পালন করে। পাশাপাশি, শহরের অনুশীলন সমিতিও এই দিন বিশ্ব যোগা দিবস উৎযাপন করে। তাদের সমিতির সদস্য,সদস্যারা যোগা প্রদর্শনীতে অংশ নেন। চলে ভার্চুয়াল প্রচারও।
(৯) গ্রাম পঞ্চায়েতে ৬ জন করে শ্রমিক দিয়ে স্যানিটাইজেশন করার কথা রাজ্য সরকার ঘোষনা করলেও নিজের বিধান সভায় তা শুরুই হয়নি তাই বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী নিজেই গ্রামে,গ্রামে দলের যুব ও ছাত্র সংগঠন ডি ওয়াই এফ আই ও এসএফআই সদস্যদের সাথে নিয়ে চালাচ্ছেন স্যানিটাইজেশনের কাজ। নিজের ঘাড়ে জীবানু নাশক স্প্রে মেশিন ঝুলিয়ে বাম বিধায়কের এই উদ্যোগ নজর কাড়ছে।

Category

🗞
News

Recommended