কবুতরের জাত ও উৎপত্তি। এর মাধ্যমে কবুতরের বিভিন্ন জাত ও উৎপত্তি সম্পর্কে জানতে পারবে। কবুতরের জাত চিনতে পারবে। উৎপত্তি সম্পর্কে ধারনা পাবে। কোন জাতের কবুতরের আকার আক্রিতি কেমন তা জানতে পারবে। দেশি বিদেশি ফ্রেন্সি জাত সম্পর্কে ধারনা লাভ করতে পারবে। কবুতর পালন করতে চাইলে এ থেকে ধারনা নিয়ে লাভোবান হতে পারবে।
Be the first to comment