সমানতালে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট হয়ে আসা-যাওয়া করছে যাত্রীরা

  • 4 years ago
করোনা পরিস্থিরি মধ্যেও সমানতালে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে আসা-যাওয়া করছেন দক্ষিনাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। জীবিকার তাগিদে কেউ কেউ আসছেন রাজধানী ঢাকায়, আবার কেউ ঢাকা থেকে ঘাট পাড়ি দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে। ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন যানবাহনে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছান যাত্রীরা। পরে লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে করে পাড়ি দিচ্ছেন সাত কিলোমিটারের এই পদ্মানদী। তবে, যাতায়াতের সময় কেউ মানছেন না নিরাপদ দুরুত্ব টুকু। ফলে বাড়ছে করোনা ঝুঁকি। এদিকে পদ্মায় পানি বাড়ার কারনে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি মধ্যে চলাচল করছে ১২ থেকে ১৪টি ফেরি। এছাড়া ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পীডবোট চলাচল করছে স্বাভাবিকভাবে।

Recommended