Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার পাত্রসায়রের করোনা আক্রান্ত কিশোরের নিবিড় সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক ভাবে ১৬ জনকে চিহ্ণিত করা গেলেও পরে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ, স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা খোঁজ নিচ্ছে আর কে,কে ওই কিশোরের নিবিড় সংস্পর্শে এসেছিলেন। এদিকে, হোম কোয়ারেন্টাইনে থাকা কালীন আশা কর্মী,স্বাস্থ্য কর্মী,ব্লকের চিকিৎসকরা প্রত্যেকের শারীরিক অবস্থার ওপর নজরদারী রাখছেন। তবে,এ পর্যন্ত কারও শারীরিক জটিলতার খবর নেই বলে সূত্রের খবর।
বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মেডিকেল টিম এলাকায় কমিউনিটি স্যাম্পল সংগ্রহের কাজও করছেন বলে জানা গেছে। অন্যদিকে, গত রাতে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালেও এলাকায় লোকজন বের হননি। করোনা সতর্কতার জন্য পাত্রসায়রে বাজার, রাস্তাঘাটও শুনশান হয়ে পড়েছে। আমাদের সংবাদ প্রতিনিধি এলাকার মানুষের সাথে কথাও বলেন।
অন্যদিকে,স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। অযথা মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।কোনো গুজবে কান না দিয়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে চললে ও করোনা সতর্কতার নিয়মাবলী মানলেই এলাকায় করোনা ঠেকানো যাবে। এবং এলাকার করোনা পরিস্থিতি ওপর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর নজর রাখছে। তাই এলাকার বাসিন্দাদের আতঙ্কের কোন কারণ নেই বলেও ভরসা যোগাচ্ছেন তারা।

Category

🗞
News

Recommended