Skip to playerSkip to main content
  • 5 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই মদের দোকান খোলার ৯ দিনে প্রায় ৫ কোটি টাকার মদ বিক্রি হল জেলায়। বাঁকুড়া জেলা আবগারি দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। সারা রাজ্যের সাথে গত ৪ মে থেকে মদের দোকান খুলে যায় জেলাতেও। বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত খোলা থাকছে মদের দোকান। গত ৪ মে থেকে ১২ মে পর্যন্ত
টানা ৯ দিনে প্রায় ৫ কোটির মদ বিক্রি হয়েছে। যদিও এই বিক্রির হার স্বাভাবিক সময়ের বিক্রি থেকে অনেক কম বলে দাবী করছে আবগারি দপ্তর। এখন ৩০ % বেশী দামে মদ বিক্রি হলেও তা দিয়ে, স্বাভাবিক সময়ের তুলনায় আবগারির রাজস্ব আদায়ে এখনকার ঘাটতি হটানো যাবেনা বলে মনে করছে দপ্তর।
করোনা আবহে জেলায় বার,ও অন শপ বন্ধ থাকায় এখন ২৭০ টির মধ্যে ২৪১ টি অনুমোদিত দোকানে সারা জেলায় মদ বিক্রি চলছে। কিন্তু বিক্রির হার তুলনায় কম।
এদিকে,মদের দোকানে লাইন ও ভীড় এড়াতে ক্রেতাদের সুবিধার জন্য মদ অনলাইনে বিক্রি শুরু করেছে দপ্তর। আবদারি দপ্তরের পোর্টালে গিয়ে অনলাইনে মদ কিনে হোম ডেলিভারি নেয়াও যাবে। তবে, তাতে সামান্য খরচা বেশী পড়বে। বাড়ীতে আনানোর জন্য প্রথম এক হাজার টাকা পর্যন্ত ১০০ টাকা ও তার পরবর্তী ধাপে প্রতি ৫০০ টাকায় ২৫ টাকা করে বেশী দিতে হবে।
জানা গেছে, জেলায় অন লাইনে মদের হোম ডেলিভারি পরিষেবা দিচ্ছে হাতে গোনা কটি দোকান। মেরে কেটে তা সংখ্যায় ৫থেকে ৬ এর বেশী নয়। তবে হোম ডেলিভারি আরো কিছু দোকান শীঘ্রই চালু করবে বলেও জানা গেছে।
হোম ডেলিভারির ক্ষেত্রে ক্রেতার থেকে দোকানের দুরত্ব ১০/১২ কিমির মধ্যে হলে তবেই সুযোগ মিলবে। খাতড়ার ক্রেতা যদি বাঁকুড়ার কোন দোকান থেকে অন লাইনে মদ হোম ডেলিভারিতে কিনতে চান তাহলে তা পাঠানো সম্ভব নয়। তাই শহর ও শহরতলির সুরাপ্রেমীরই কেবল হোম ডেলিভারির সুযোগ নিতে পারবেন তা বলাই বাহুল্য।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended