লকডাউনেআটকে পড়াদের জন্য ই-পাস, আবেদন কী ভাবে জেনে নিন লকডাউনের জেরে পশ্চিমবঙ্গের অনেকেই আটকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। আবার এমন বহু মানুষ আছেন যাঁরা এ রাজ্যের নানা জায়গায় আটকে রয়েছেন। তাঁরা যাতে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে বা আসতে পারেন তার জন্য ‘অটোমেটেড ই-পাস সিস্টেম’ চালু করল পশ্চিমবঙ্গ সরকার।
বাংলা’ পোর্টাল (https://www.wb.gov.in) থেকে এই পাস মিলবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8017845555 এই নম্বরে নিজেদের সম্পর্কে সবিস্তার তথ্য দিয়ে নাম রেজিস্ট্রি করাতে পারবেন
SMS-এর মাধ্যমেও রেজিস্টার করতে পারেন নম্বর টি - 51969
SMS পাঠাকনার পদ্ধতি :-
WB_Space_COVID_Space_source pincode_Space_destination pincode_Space_no of passengers( in two digits)
সরাসরি কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারেন 033- 2214 1995 / 2214 3526