ভাইরাস এর মত এমন মহামারি কেন আসে?

  • 4 years ago
সম্মানিত ভাইয়েরা আমরা তামাম পৃথিবীতে একটি ভীতিকর অবস্থা বিরাজ করছে দেখতে পারছি আর এর পিছনে শুধুমাত্র একটাই কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এই ভাইরাসটি খালি চোখে দেখা যায় না, এত ছোট সাধারণ মাইক্রোস্কোপে ধরা পরে না। এত ছোট একটি ভাইরাস আজকে তামাম পৃথিবীকে স্তব্দ করে দিয়েছে। আজকে থামিয়ে দিয়েছে তামাম পৃথিবীর মানুষের গতিকে, আজকে পরাজিত করেছে পৃথিবীর পরা শক্তি অধীকারি দেশ সমূহকে, আজকে যারা পৃথিবীতে সবচেয় বেশী ক্ষমতার দাপট দেখাত তারাই সবচেয় বেশী পর্যদুস্ত এবং অসহায় এবং আপনারা শুনেছেন ইতোমধ্যে ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা রাষ্ট্র প্রধান তারাও আত্মসমর্পণ করছে। ইতালি প্রেসিডেন্টতো বলেই দিয়েছেন যে আমাদের চেষ্টা শেষ এখন যা করার করবে আকাশওয়ালা করবে।
for more info visit This
https://www.islamilecture.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-covid-19-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

Recommended