এক সময় প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও চিত্রনায়িকা অন্জনা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন. জীবনের অনেক সময় হাসি আনন্দে কেটেছে দুজনে মিলে. যেন এক ডালে দুটি ফুল. চলার পথে জীবনের নানান ঘটনার বাঁকে এই দুজন একে অন্যের থেকে অনেকটাই দূরে ছিলেন. আজ ২০১৯ এ আবারো দুই প্রিয় বান্ধবীর দেখা হল. রবীন্দ্রনাথের সেই গানের কথাগুলোর মতনই... "আয় আরেকটি বার আয় রে সখা প্রানের মাঝে আয়, মোরা সুখের দু :খের কথা কইব, প্রান জুড়াবে তায়... "
Be the first to comment