ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে রাতভর পুলিশের ঘিরে রাখা ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি খুলে লাশটি উদ্ধার করে। এদিকে, কুড়িগ্রামে মিললো অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন একটি পা। এই দুই ঘটনায় কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
Be the first to comment