Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/4/2017
রূপালি ও বাস্তবের শাকিব-অপু জুটির মধ্যে ঘটতে যাচ্ছে বিচ্ছেদ। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই দুই তারকা অভিনেতা-অভিনেত্রীর তরফ থেকে জানানো হয়নি। তবে অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম। যেসব অভিযোগে স্ত্রী অপু বিশ্বাসকে শাকিব তালাক দিচ্ছেন, সে বিষয়গুলোও তিনি জানিয়েছেন।


গেল মাসেই প্রথম অপুকে তালাক দেয়ার খবরটি চাউড় হয়েছিল। কিন্তু সেসময় মিডিয়াকে কিছু জানাতে রাজি হননি শাকিব। এমনকি অপু বিশ্বাস নিজেও একটি সংবাদ সম্মেলন করে ডিভোর্সের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তবে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টির কথা নিশ্চিত করে জানান, তালাকনামায় অপুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে শাকিবের।


তবে এরমধ্যে প্রধান দুটি অভিযোগের কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন,ডিভোর্সের নোটিশে দুটি কারণ দেখিয়েছেন শাকিব। প্রথম অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেছেন, অপু তাদের সন্তানকে বাসার কাজের লোকের কাছে রেখে, কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। আরেকটি অভিযোগ, অপু শাকিবের নির্দেশ মেনে চলেন না। আর এই কারণেই তিনি বিচ্ছেদ চাইছেন।

Category

😹
Fun

Recommended