ধারাবাহিক নাটক চুইং গাম" "Chewing Gum" Promotional Drama Serial : "Chewing GUM" Writer : Jakaria Showkhin Director : Sazzad Shuman Genre : Comedy মহল্লার তরুণরা মিলে ক্রিকেট ক্লাব গঠন করে। স্বপ্ন একটাই, ক্লাব থেকে মাশরাফি-সাকিব-তামিমের মতো খেলোয়াড় বের হয়ে জাতীয় দলে খেলবে। কিন্তু সব ভেস্তে যেতে থাকে নকল কোচের খপ্পরে পড়ে। পরে অবশ্য ক্লাবের অর্থ যোগানদাতা দানবীর হাতেম তাই নকল কোচ তাড়িয়ে আসল কোচ নিয়ে আসেন।
মহল্লার কমিশনার আজব মানুষ। নাম তার উম্মত আলী। কিন্তু মানুষ ডাকে উন্মাদ আলী বলে। এই নামে সম্বোধন করায় একদিন একজনকে ধরে ফেলেন। কমিশনার পূর্ব ঘোষণা অনুযায়ী তাকে বনবাসে পাঠিয়ে দেন। কমিশনারের মেয়ে রাজকন্যা ভালোবাসে ক্রিকেটার রনিকে। কিন্তু সে প্রেমিকের সঙ্গে দেখা করতে পারেনা বাবার কারণে। তাই রনি কবুতর পালন শুরু করে। কবুতরের মাধ্যমে পুরনো দিনের মতো প্রেমিকার কাছে চিঠি পাঠায় সে। এভাবেই একটি ক্রিকেট ক্লাব, কিছু ক্রিকেটার ও তাদের চারপাশের মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘চুইংগাম’। মহল্লার মানুষগুলো একে অন্যের পেছনে চুইংগামের মতো লেগে থাকে বলে হাস্যরসাত্মক এই নাটকটির নাম দেওয়া হয়েছে ‘চুইংগাম’।
Be the first to comment