Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/25/2017
Shakib Al Hasan made history during the first innings of the first Test against New Zealand in Wellington, when he slammed a career-high 217 to become Bangladesh’s all-time individual highest scorer in a Test match. That innings of the iconic all-rounder earned him applause from all around the world. But BCB President Nazmul Hasan Papon, on Tuesday, has made some sarcastic statements regarding Shakib’s historic knock. According to the BCB boss, Shakib’s double ton means nothing, for that innings came no use of winning Bangladesh the match in the end. “It would be more meaningful even if he didn’t make that 200 but contributed with some 30s in the ODIs and T20Is. When we needed him the most, we didn’t get (his performance). I think if he made 150 in the first innings and could follow it up with a 50 in the second, that would be useful for the team’s cause. If he could stay more time on the crease (in the second innings), the team would be benefited.”



সাকিবকে নিয়ে বিসিবি সভাপতির কঠোর মন্তব্য

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল আশাস্বরূপ পারফর্মেন্স না করলেও অনন্য ছিলেন সাকিব আল হাসান। ওয়েলিংটন টেস্ট ব্যাট হাতে ইতিহাস গড়েন এই টাইগার। তবুও সিরিজ শেষ হতেই হাস্যকর মন্তব্য করলেন তার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি।

ওয়েলিংটন টেস্টে সাকিব তার ক্যারিয়ার সেরা তো বটেই বাংলাদেশর হয়ে এক ইনিংসে সর্বাধিক রান করার গৌরব অর্জন করেন। ডাবল সেঞ্চুরি করে ২১৭ রান করার পরই কেবল তাকে আউট করতে সমর্থ হয় স্বাগতিক নিউজিল্যান্ড। এই ইনিংস পরে নিউজিল্যান্ড ও ক্রিকেট বিশ্বের সকলের প্রশংসা অর্জন করেন দেশ সেরা এই ক্রিকেটার। তবুও তার সেদিনের ঐতিহাসিক ইনিংস নিয়ে সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন।বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির এই সভাপতি বরং কোঠর সমালোচনাই করেছেন সাকিব আল হাসানের। তিনি বলেন, “ওই দুইশ রান এক ইনিংসে না করে টি-টোয়েন্টি ও ওয়ানডেগুলোতে ৩০ রান করে করত, তাহলেও আমরা ম্যাচ জিতি। আমার যখন দরকার তখন হয়নি। টেস্টের ওই ২০০ রান না করে ১৫০ করে পরের ইনিংসে ৫০ করলেও তো হতো। উইকেটে যদি সময়টা বেশি কাটাতে পারতো। তাহলে কিন্তু আমার দলের জন্য লাভ হতো। ”

পাপন সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করে আরও বলেন, “টেস্টে আপনি জিততে পারেন, ড্র করতে পারেন। হারার জন্য তো কেউ খেলে না, তারপরও হারতে পারেন। নিউ জিল্যান্ডে আমাদের সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেখানে মনে হয়েছে, তারা হারের জন্যই খেলছে। ইচ্ছে করে তো আর কেউ করেনি কিন্তু খেলা দেখে যে কেউ বলবে এ কথা। জয় কিংবা ড্রয়ের কোনো অপশনই তাদের মাথায় ছিল না।”

এদিকে, টেস্টে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার আগে ইনিংস গড়ার ওপর সবাইকে বলা হয়েছিল টিম মিটিংয়ে। কিন্তু তামিম দুইবারই প্রতিপক্ষের ওপর চড়াও হতে গিয়েই উইকেট দিয়ে এসেছেন

Category

🥇
Sports

Recommended