Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/8/2013
আমরা ব্রেকিং নিউজে হেডলাইন করেছিলাম 'পশু দম্পতি'। কিন্তু পশুও কি এমন হীন হতে পারে? কোন নারী তার মুত্র খাওয়াতে পারে আরেক নারীকে? তার স্বামী করতে পারে ধর্ষণ? গাজীপুরের ধর্ষিতা মেয়েটিকে নিয়ে এতোদিন কালের কণ্ঠ একাই একের পর এক প্রতিবেদন প্রকাশ করে গেছে ক্ষমতাসীন দলের লোকজনের রক্তচক্ষু, সেই সঙে পুলিশের অসহযোগিতাকে তোয়াক্কা না করে। এখন অন্যান্য গণমাধ্যম এগিয়ে এসেছে। উচ্চ আদালতে মেয়েটিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন মেয়েটির দেওয়া লোমহষর্ক সাক্ষাতকার, চ্যানেল-২৪ এর সৌজন্যে।

Category

🗞
News

Recommended