আমি খুব সাধারন একটা ছেলে এবং খুবই আবেগপ্রবন। আমি খুব অল্পতে মানুষকে বিশ্বাস করি। এটা আমার জীবনের সবচাইতে বড় ত্রুটি বা দুর্বলতা। আর সেই কারনে সবাইকে দ্রুতই ভালোবেসে ফেলি। যার কারনে আমার জীবনে কষ্টের পরিমাণটা একটু বেশি। ভালোবাসা আর বিশ্বাসের মাঝে বিস্তর ফারাক। আমি শুধু সেই ফারাক টুকুরই সন্ধান করে চলেছি। জানিনা এর সন্ধান কোন দিন পাব কিনা।
_____________________________________
এক শিক্ষক বলেছিলেন, "হয় কুখ্যাত হও…..নয়তো বিখ্যাত হও" আমি কোনটাই হতে পারিনি,এজন্য কোন আফসোসও নেই.......... স্বপ্ন দেখতে ভালোবাসি তাই চোখের পাতায় স্বপ্ন আঁকি......... স্বপ্নগুলো ছিনতাই হয়ে যায় আবার নির্মাণ করি…....... _____________________________________