Channeli

@channelionline
বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল “ চ্যানেল আই” অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। দর্শকদের একই সুতোয় গেঁথে অনলাইনভিত্তিক বিনোদন নির্ভর চ্যানেলটিতে আপনি পাচ্ছেন নাটক, সিনেমা, রিয়েলিটি শো, সেলিব্রিটি আড্ডা সহ আরও অনেক কিছু। টেলিভিশনের পর্দায় প্রচারের সাথে সাথেই ইউটিউবে উন্মুক্ত করা হয়ে থাকে আমাদের প্রতিটি অনুষ্ঠান। এছাড়াও শুধুমাত্র ইউটিউবের জন্য আলাদাভাবে বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান তৈরী করে থাকে চ্যানেল আই ইউটিউব।
বর্তমান সময়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ ফিজ আপ চ্যানেল আই সেরা কন্ঠ- ২০১৭’ , তারকাবহূল ধারাবাহিক নাটক ‘ হিং টিং ছট’, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘ শুকনো পাতার নূপুর’ সহ আরও অনেক নাটক, সিনেমা ও রিয়েলিটি শো উপভোগ করতে পারেন মাত্র এক ক্লিকেই।