Skip to playerSkip to main content
  • 1 year ago
গত ২৯-শে আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ বৃহস্পতিবার হইতে ৩১-শে আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ শনিবার পর্যন্ত, West Bengal State Council For School Games & Sports (WBSCSGS) পরিচালিত, ৬৮ তম রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায়, Cooch Behar District Council For School Games & Sports (DCSGS) মনোনীত, দিনহাটা ১-নং ব্লকের অন্তর্গত জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়ে "দশম" শ্রেণীর "খ" বিভাগে পাঠরত, জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে ছাত্রী, শ্রীমতি সুষমা সরকার Under 17th Years Girls বিভাগের Below 48 Kg. Weight Category -তে অংশগ্রহণ করে।

সুষমা সরকারের সাথে, কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত, ভিন্ন ভিন্ন বিদ্যালয় থেকে ০৩ জন বালিকা এবং ০১ জন বালক নিয়ে, সর্বমোট ০৪ জন প্রতিযোগী/প্রতিযোগিনী উক্ত রাজ্য বিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণ করে। কোচবিহার জেলা বিদ্যালয় ক্রীড়া সাংসদ থেকে জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন কে, রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় কোচবিহার জেলার কোচ মনোনীত করা হয়।

Category

🥇
Sports
Be the first to comment
Add your comment

Recommended