কয়েদ ছিল কালকে সাঁঝে কমল বধুর বুকের মাঝে-- ভালো যখন বাসোই ও কে, সে অভিমান আজকে বলো।।
প্রেম ক্ষণিকের স্বপন মায়া শারদ মেঘের চপল ছায়া, যেটুকু পাও তাই নিয়ে সই-- দক্ষিণ হাওয়ার দোদুল জোলি।। ******************************************* কালো ভ্রমর এলো গো আজ নজরুল গীতি নজরুল সঙ্গীত বাংলা গান Kalo bhramor elo go Nazrulgeeti Nazrulsangeet Bengali song ******************************************