Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2023
হনুমান জয়ন্তীতে যেন রাম নবমীর পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যেই ‘স্পর্শকাতর’ এলাকা পরিদর্শনে খোদ রাজ্যপাল। বৃহস্পতিবার সকালে প্রথমে লেকটাউনের হনুমান মন্দিরে যান সিভি আনন্দ বোস। সেখানে পুজো দিয়ে সোজা চলে আসেন একবালপুরে। সেখানে সব্জি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। এরপর তিনি চলে আসেন পোস্তায়। পোস্তার কলাকার স্ট্রিটের পুরনো শ্রী হনুমান মন্দিরেও যান তিনি। রাস্তায় নেমে জনসংযোগের বিরল দৃষ্টান্ত স্থাপন করে ফুটপাথের দোকান থেকে ছাতুর সরবত খেতেও দেখা যায় তাঁকে। শুধু প্রশাসনের উপর ‘অন্ধ আস্থা’ নয়, আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে সরেজমিনে খোদ রাজ্যের সাংবিধানিক প্রধান, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘটনা এক কথায় ‘বেনজির’। হনুমান জয়ন্তীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা দেওয়ার সঙ্গেই সিভি আনন্দ বোস সৌভ্রাতৃত্বের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “মানুষ সহযোগিতা করছে। বাংলা তার হৃত গৌরব পুনরুদ্ধার করবে। শান্তি এবং সম্প্রীতির দৃষ্টান্ত রাখবে বাংলা।”

Category

🗞
News

Recommended