কেষ্টর ১১ দিনের ইডি হেফাজত

  • last year
গরুপাচার মামলায় শুক্রবার আদালতে বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে পেশ করা হয়েছিল কেষ্টকে। ফের ১১ দিনের ইডি হেফাজতে তাঁকে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ইডির আবেদন মেনে অনুব্রতকে ২১ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Recommended